× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিন্নমতকে শ্রদ্ধা করি : মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ১৮:১৬ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ১৮:৪৯ পিএম

পৌরশহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে মতিয়া চৌধুরী। প্রবা ফটো

পৌরশহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে মতিয়া চৌধুরী। প্রবা ফটো

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী তার নির্বাচনী এলাকার (শেরপুর-২ আসন) সাধারণ মানুষকে বলেছেন, তিনি ভিন্নমতে শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক পদ্ধতিতে ভিন্নমত থাকবে, সেটাই স্বাভাবিক।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে শেরপুর পৌরশহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘যারা আমাদের সঙ্গে একমত না, তাদের মতকেও শ্রদ্ধা করি। গণতন্ত্র মানেই ভিন্ন মতকে শ্রদ্ধা করা। তাই অতীতে আমি যদি আপনাদের কাজ করতে গিয়ে কোনো ভুল করে থাকি, তাহলে ক্ষমা করে দিবেন। আপনারা আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেবেন।’

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে দেশি-বিদেশি নানা রকমের ষড়যন্ত্র চলছে। তারপরও আমরা বিশ্বাস করি আমাদের শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। আপনারা দোয়া করবেন, তিনি যেন নির্বাচিত হয়ে তার গুরু দায়িত্ব পালন করতে পারেন।’

পরে সংসদ উপনেতা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইলিশায় রিছিলের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারমক আহমেদ বকুল, হাজী মোশাররফ হোসেন, অর্থবিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, ত্রাণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম, পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা