× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতার অভিযোগ

সমাবেশে অংশ নেওয়ায় বাবা-ছেলেকে মেরে মুক্তিপণ আদায়

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ১৯:২৩ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩ ১৯:৫৮ পিএম

আহত বিএনপি নেতা ও তার ছেলে। প্রবা ফটো

আহত বিএনপি নেতা ও তার ছেলে। প্রবা ফটো

ঢাকায় বিএনপির মহাসমাবেশে অংশ নেওয়ায় ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুরে এক ব্যবসায়ী ও তার ছেলেকে মারধর করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। তাদের দোকান থেকে তুলে নিয়ে সড়কে ফেলে মারধর করা হয় এবং এক লাখ টাকা ও একটি মোবাইল ফোন নেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় দুই ছাত্রলীগ ও এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন শিবারহাট চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।

আব্দুল্লাপুর ইউনিয়নের ইউসুফ মাতব্বর ও তার ছেলে ইমতিয়াজ বাপ্পী মারধরে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। ইউসুফ শিবা চৌমুহনী বাজারের হার্ডওয়্যার দোকানি ও আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি। তার ছেলে বাপ্পী ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি। 

মঙ্গলবার সকালে চিকিৎসাধীন ইউসুফ মাতব্বর জানান, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে অংশগ্রহণ করায় চরফ্যাশন উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সদস্য বেলায়েত হোসেন তোতা, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি সিহাব খন্দকারসহ স্থানীয় নেতাকর্মীরা মিলে আমাকে ও আমার ছেলেকে শিবা চৌমুহনী বাজারের আমার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ইমা স্টোর হার্ডওয়্যারের দোকান থেকে জোর করে তুলে নিয়ে সড়কের পাশে ফেলে লোহার রড, কাঠ দিয়ে নির্মমভাবে মারধর করেন। মারধরের পর সেখান থেকে হোন্ডায় তুলে নিয়ে বসতউল্লাহ চৌমুহনী একটা লেপ-তোশকের দোকানে এক ঘণ্টা আটকিয়ে রাখে আমার পরিবারের সদস্যদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা এবং একটি মোবাইল ফোন দাবি করেন। যদি ওই টাকা ও মোবাইল না দিই তাহলে আমাকে ও আমার ছেলেকে পুলিশে দেবে বলে হুমকি দেন। নিজেদের জীবন বাঁচাতে তাদের নগদ এক লাখ টাকাসহ একটি মোবাইল ফোন দিলে আমাকে ও আমার ছেলেকে ছেড়ে দেন তারা। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক দ্বারা চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, মারধরে বাবা ইউসুফ মাতব্বরের হাতের কয়েক জায়গায় ক্ষত হয় এবং ছেলে ইমতিয়াজের মাথায় জখম হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় হামলাকারীদের ভয়ে সরাসরি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের না করলেও চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওত হোসেনকে মৌখিকভাবে বিষয়টি অবগত করেছেন বলে জানান ব্যবসায়ী ইউসুফ মাতব্বর।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল্লাপুর ইউনিয়ন যুবলীগের সদস্য বেলায়েত হোসেন তোতা। তিনি বলেন, ’তাদের অভিযোগ মিথ্যা। এমন কোনো ঘটনা আব্দুল্লাহপুর ইউনিয়নে ঘটে নাই।’

আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, ’ব্যবসায়ী ইউসুফ মাতব্বর আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন।’ 

তবে আব্দুল্লাহপুর ইউনিয়নের বর্তমান ছাত্রলীগের সভাপতি শিহাব খন্দকার ব্যবসায়ীকে মারধর ও নগদ এক লাখ টাকা, একটি মোবাইল ফোন নেওয়ার বিষয়ে অস্বীকার করে তিনি বলেন, ’ঢাকায় মহাসমাবেশে অংশ নিয়ে এলাকায় এসে ইউসুফ মাতব্বর ও তার ছেলে ইমতিয়াজ সরকারবিরোধী বিভিন্ন অপ্রচার চলায়। তাই তাকে সোমবার রাতে সরকারবিরোধী অপপ্রচার চালাতে বারণ করা হয়েছে।’

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ’ইউসুফ মাতব্বর নামে এক ব্যবসায়ী তার কাছ থেকে নগদ এক লাখ টাকাসহ একটি মোবাইল ফোন মুক্তিপণ হিসেবে নিয়ে গেছে বলে মৌখিকভাবে অভিযোগ করেছেন। তাকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা