× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিপিএ-৫ প্রাপ্ত অর্পা চিকিৎসক হতে চান

বেতাগী (বরগুনা) সংবাদদাতা

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩ ২২:৫০ পিএম

জারিন তাহসিন অর্পা। প্রবা ফটো

জারিন তাহসিন অর্পা। প্রবা ফটো

বরগুনার বেতাগী থেকে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন জারিন তাহসিন অর্পা। তিনি বেতাগী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার জীবনের লক্ষ্য চিকিৎসক হওয়া; যারা অর্থাভাবে চিকিৎসা করাতে পারে না, তাদের চিকিৎসা করানো। সেই লক্ষ্যে বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি হতে প্রস্তুতি নিচ্ছেন। 

সরকারি বেতাগী কলেজ থেকে এবার ৫৭৯ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাস করেছেন মাত্র ১৫১ জন। বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে একজন করে এবং মানবিকে চারজন জিপিএ-৫ পেয়েছেন। 

অর্পা দুই ভাই-বোনের মধ্যে সবার ছোট। বাবা আব্দুল হাই সাবেক পোস্টমাস্টার ও পৌর শহরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এ. কে. স্কুলের প্রতিষ্ঠাতা আর মা জেসমিন নাহার বেতাগী উপজেলা সমাজসেবা বিভাগের সমাজকর্মী। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী অর্পা। তিনি এর আগে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছিলেন। 

এইচএসসিতে অর্পার এ ফলাফল নিয়ে কলেজের শিক্ষকরাও বেশ আশাবাদী ছিলেন বলে জানান পদার্থবিজ্ঞানের প্রভাষক মাহাতাব হোসেন।

ভবিষ্যৎ নিয়ে অর্পা বলেন, ‘যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না আমি তাদের বিনামূল্যে চিকিৎসা দিতে চাই।’

বাবা আব্দুল হাই বলেন, ‘মেয়ের এ স্বপ্নে আমরাও খুশি। এজন্য সবার দোয়া চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা