× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ইসি রাশেদা

সব দলের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এরকম কোনো আইন নেই

বগুড়া অফিস

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩ ১৫:৪৬ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩ ১৬:৩৬ পিএম

বগুড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। প্রবা ফটো

বগুড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। প্রবা ফটো

জাতীয় নির্বাচনে দেশের সব রাজনৈতিক দলকে অংশগ্রহণ করতে হবে – এরকম কোনো আইন নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। পাশাপাশি তিনি এও প্রশ্ন রেখেছেন, কোনো দল যদি স্বেচ্ছায় অংশগ্রহণ না করে তাহলে কমিশন কীভাবে তাদের নির্বাচনে আনবে।

রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন কমিশনের নিবন্ধিত ৪৪টি দলের ৩০টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে; অর্থাৎ বেশিরভাগ দলই অংশগ্রহণ করছে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বগুড়া বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘যাদের (রাজনৈতিক দল) ইচ্ছা নেই, তাদের আমরা কীভাবে নির্বাচনে আনব। আমরা তো তবুও চেষ্টা করেছি। কেউ যদি না আসে, সেজন্য নির্বাচন হবে না – সেটি কিন্তু নয়, নির্বাচন আইনত হয়ে যাবে।’ 

বিএনপি নির্বাচনে আসবে– নির্বাচন কমিশন এখনও সেই আশা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি তারা আসে, অবশ্যই আমরা বিবেচনায় (নির্বাচনের তারিখ) নেব। তবে সেটি নির্বাচনকালীন মেয়াদ ২৮ জানুয়ারি পর্যন্ত (নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা)। এই সময়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’ 

আরেক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। তবে তাদের কোনো ম্যাজিস্ট্রি পাওয়ার থাকবে না।’

এর আগে বগুড়া বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার, ডিআইজি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও নওগাঁ জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণের সমন্বয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ইসি রাশেদা। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। সভায় অন্যান্যদের মধ্যে রাজশাহী রেঞ্জ ডিআইজি আনিসুর রহমান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এ সময় চার জেলার ডিসি, এসপি, ইউএনও, ওসি এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা