× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরগুনায় নারী শিক্ষককে শ্লীলতাহানীর অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে

বরগুনা প্রতিববেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩ ২১:১৩ পিএম

অভিযুক্ত মো. রাকিবুল হাসান।

অভিযুক্ত মো. রাকিবুল হাসান।

বরগুনায় একটি মাদ্রাসার সুপারের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের এক নারী শিক্ষককে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। ম্যানেজিং কমিটির কাছে বিষয়টি অবগত করে আইনী পদক্ষেপ নিতে চাওয়ায় শিক্ষিকাকে হুমকি দিচ্ছেন ওই সুপার। 

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে ওই ভুক্তভোগী শিক্ষিকা এমনই অভিযোগ করেন।

অভিযুক্ত মো. রাকিবুল হাসান বরগুনার আমতলী উপজেলার বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসায় সুপার পদে কর্মরত। ভুক্তভোগী একই মাদ্রাসার সহকারী শিক্ষক মোসা. কারিমা।

শিক্ষক কারিমা বলেন, ‘মাদ্রাসায় যোগদানের পর থেকেই সুপার রাকিবুল হাসান বিভিন্ন সময় আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। তার সব প্রস্তাব প্রত্যাখ্যান করায় আমার ওপর ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। এমনকি আমার পদোন্নতির বেতন আবেদনের সময়ও আমাকে একই প্রস্তাব দেন। অন্যথায় ২৬ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে নিরুপায় হয়ে তার দাবি করা টাকা দেই। বিষয়টি ম্যানেজিং কমিটির সভাপতি জানতে পেরে সুপারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এড়িয়ে যান। ক্ষিপ্ত হয়ে গত ২৭ সেপ্টেম্বর দুপুরে মাদ্রাসার অফিস কক্ষে আমাকে ডেকে অশ্লীল গালমন্দ করেন। আমি প্রতিবাদ করায় তিনি আমাকে মারধরসহ শ্লীলতাহানী করেন।’ 

তিনি আরও বলেন, ‘সব ঘটনা ম্যানেজিং কমিটির কাছে অভিযোগ শেষে সুপারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে গিয়ে তিনি আমার উপর আরও ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে এখন হয়রানিসহ হুমকি ধামকি দিচ্ছেন। এ ঘটনার আমি সঠিক বিচার চাই।’

জানা যায়, শুধু নারী শিক্ষিকারই নয়, ম্যানেজিং কমিটি ও স্থানীয়দের মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যসহ আরও অনেক অভিযোগ রয়েছে সুপার রাকিবুলের বিরুদ্ধে।

অভিযোগের বিষয় অস্বিকার করে সুপার রাকিবুল হাসান বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। পরে আপনাদেরকে জানাব।’

ম্যানেজিং কমিটির সভাপতি এবিএম সিদ্দিক বলেন, ‘এসব অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেই। পরপর দুইবার নোটিশের জবাব না দেওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি তারা যথাযথ ব্যবস্থা নেবেন।’

জেলা শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা