× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কখনও অন্যায়ের সঙ্গে আপস করব না : চরমোনাই পীর

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩ ২০:২৯ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩ ২১:০১ পিএম

বরিশাল সদর উপজেলায় চরমোনাই মাহফিলের তৃতীয় দিনে ছাত্র-গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য দেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। প্রবা ফটো

বরিশাল সদর উপজেলায় চরমোনাই মাহফিলের তৃতীয় দিনে ছাত্র-গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য দেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। প্রবা ফটো

ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনও অন্যায়ের সঙ্গে আপস করেনি, ভবিষ্যতেও করবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শুক্রবার (২৪ নভেম্বর) বরিশাল সদর উপজেলায় চরমোনাই মাহফিলের তৃতীয় দিনে ছাত্র-গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। শনিবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে।

মুফতি রেজাউল করীম বলেন, ‘চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম কখনও অন্যায়ের সামনে মাথানত করেননি। যত বড় বাধার পাহাড় নেমে আসুক, সত্যের পথ থেকে তিনি কখনও বিচ্যুত হননি। আমরাও অন্যায়ের সঙ্গে কখনও আপস করব না, ইনশাআল্লাহ।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি না হলে নির্বাচনের নামে পাতানো ফাঁদে পা দিবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।’

নিজ দলের ছাত্র সংগঠন প্রসঙ্গে চরমোনাই পীর আরও বলেন, ‘বস্তুবাদী রাজনৈতিক সংগঠনগুলো ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী তৈরির কারখানায় পরিণত হয়েছে। দেশের ভবিষ্যৎ নেতৃত্বদানে, আদর্শিক জনশক্তি উৎপাদনে, নিরলস কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।’

আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মুহাম্মাদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার সাকি, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল মানসুর আহমাদ সাকী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- এর সহসভাপতি নূরুল বশর আজিজী প্রমুখ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ ছাত্র-গণজমায়েতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা