× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি খামারে এত শূকরের মৃত্যুর কারণ সম্পর্কে যা জানা গেল

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ১৮:০৩ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ১৮:৩৭ পিএম

রাঙামাটি সদর উপজেলার মানিকছড়িতে ১৯৮৪ সালে শূকর উন্নয়ন খামার প্রতিষ্ঠা করে সরকার। সম্প্রতি খামারে একটি ভাইরাস হানা দিয়েছে। বুধবার দুপুরে তোলা ছবি। প্রবা ফটো

রাঙামাটি সদর উপজেলার মানিকছড়িতে ১৯৮৪ সালে শূকর উন্নয়ন খামার প্রতিষ্ঠা করে সরকার। সম্প্রতি খামারে একটি ভাইরাস হানা দিয়েছে। বুধবার দুপুরে তোলা ছবি। প্রবা ফটো

রাঙামাটিতে শূকর উন্নয়ন খামারে মাত্র ৯ দিনে শতাধিক শূকর মারা যাওয়ার কারণ জানা গেছে। খামারে সোয়াইন ফিভার নামের একটি ভয়াবহ ভাইরাস হানা দিয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ অফিস সূত্র। ভাইরাসটি বাংলাদেশে হানা দেওয়ার আগে আফ্রিকায় শনাক্ত হয়েছিল।

বুধবার (২২ নভেম্বর) বিকালে রাঙামাটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তুষার কান্তি চাকমা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এই ভাইরাসে আক্রান্ত শূকর সুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে। প্রায় শতভাগ মারা যায়।

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর পছন্দের মাংসের তালিকায় শূকরের মাংস অন্যতম। ১৯৮৪ সালে রাঙামাটি সদরের মানিকছড়িতে শূকর খামার প্রতিষ্ঠিত করে সরকার। এই খামারটির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করা ও এই এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণ করতে সরকার ভর্তুকি দিয়ে শূকরের বাচ্চা উৎপাদন করে সেগুলো সরবরাহ করে আসছে।  

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর পর্যন্ত এই খামারে ১৪ প্রজাতির ৩৯৮টি শূকর ছিল। ওই দিন থেকে ৯ দিনে ১০৪টি শূকর মারা গেছে। সোয়াইন ফিভারে আক্রান্ত হয়ে আছে আরও ৫০টির বেশি শূকর।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তুষার কান্তি চাকমা প্রতিদিনের বাংলাদেশকে জানান, শূকরের অজ্ঞাত রোগ শনাক্ত করতে ঢাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরে নমুনা পাঠানো হয়। তা ল্যাবে পরীক্ষা করে সোয়াইন ফিভারে ভাইরাস শনাক্ত হয়। 

তিনি বলেন, ‘আজ (বুধবার) দুপুরে আমাদের বিষয়টি জানানো হয়েছে। শূকরের মাংস কেনাবেচার ক্ষেত্রে এখন সচেতন হতে হবে। ভাইরাসটি ছড়িয়ে পড়লে পার্বত্য চট্টগ্রামে আরও যারা শূকর খামারি আছেন, তারা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন। এখনই সবাইকে সতর্ক হতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা