সিলেট অফিস
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ২২:২২ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ২২:৩৫ পিএম
প্রতীকী ছবি
সিলেট নগরীর পাঠানটুলা গুয়াবাড়ি এলাকার আলী বাহার চা বাগানের কাটা টিলা থেকে এক যুবকের হাত কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম সিতেশ চন্দ গোপ। তিনি হবিগঞ্জ সদরের ৮ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া গ্রামের রাখাল চন্দ গোপের ছেলে।
ওসি মঈন উদ্দিন সিপন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বড় ভাই গোপেশ চন্দ গোপ মরদেহের পরিচয় শনাক্ত করেন। এসময় মরদেহের পাশে থাকা রক্তমাখা ছুরি ও শার্টও উদ্ধার করে পুলিশ।
গোপেশ চন্দ্রের বরাতে পুলিশ জানায়, কয়েকদিন আগে সিতেশ চন্দ্র তার স্ত্রীকে নিয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এবং সেখানে তিনি তার স্ত্রীকে ভর্তি করায়। মঙ্গলবার রাতে তার একটি সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু গত রবিবার থেকে সিতেশ নিখোঁজ ছিলেন। সোমবার তার পরিবারের পক্ষ থেকে জালালবাদ থানায় একটি জিডি করা হয়।
ওসি মঈন উদ্দিন সিপন বলেন, ‘প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’