× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে যৌতুকের সাজানো মামলায় নারীর কারাদণ্ড

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১৮:৫১ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ১৯:৫১ পিএম

জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি: সংগৃহীত

জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি: সংগৃহীত

জামালপুরে যৌতুকের দাবিতে করা মামলা সাজানো প্রমাণিত হওয়ায় এক নারীকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে জামালপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানজিনা আক্তার এই আদেশ দেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী ইউসুফ আলী প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডিত নারীর নাম মোছা. ইদফুল। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চঘারচর গ্রামের বাসিন্দা। 

মামলা সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জের চঘারচর গ্রামের মকছেন আলীর ছেলে মো. গোলাপজলের সঙ্গে ১৯৯৬ সালের ২০ মে শাহজাতপুর গ্রামের মৃত খাজর আলীর মেয়ে ইদফুলের বিয়ে হয়। দীর্ঘদিন সংসারের পর ২০২০ সালের ২৯ অক্টোবর স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন গোলাপজল। বিচ্ছেদের দুই বছর পর ইদফুল তার সাবেক স্বামী গোলাপজলের বিরুদ্ধে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। 

তবে আদালতে প্রমাণিত হয় যে, অসৎ উদ্দেশ্যে ২০২২ সালের ৬ মে যৌতুক মামলা করেন ইদফুল। উভয়পক্ষের পাঁচজন সাক্ষীর শুনানি শেষে বাদী-বিবাদী উভয়ের উপস্থিতিতে গতকাল সোমবার দুপুরে আসামি গোলাপজলকে বেকসুর খালাস দেন বিচারক। সেই সঙ্গে সাজানো মামলা করায় মামলার বাদী ইদফুলকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী ইউসুফ আলী বলেন, ‘এ ধরনের রায়ে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং কেউ সাজানো মামলা করার সাহস পাবে না।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা