বগুড়া অফিস
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১৮:২৯ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ১৮:৩২ পিএম
নিবন্ধন বাতিলের প্রতিবাদ জানিয়ে বগুড়ায় জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। প্রবা ফটো
নিবন্ধন বাতিলের প্রতিবাদে বগুড়ায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে শহরের খান্দার মোড় থেকে নেতাকর্মীরা মিছিল বের করেন। পরে মিছিলটি নির্বাচন অফিস অতিক্রম করে শেষ হয়।
মিছিলে বগুড়া শহর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। এতে নেতৃত্ব দেন বগুড়া শহর শাখা জামায়াতের নেতা আজগর আলী।
আজগর আলী বলেন, ‘স্বাধীনতার পর দেশের সবকটি জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে জামায়াত। জাতীয় সংসদে একাধিকবার প্রতিনিধিত্ব করেছে জামায়াত মনোনীত প্রার্থীরা। দেশের প্রতিটি গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায় কমিটি রয়েছে। সারা দেশে লাখ লাখ কর্মী-সমর্থক রয়েছে যেই দলের, সেই জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের মাধ্যমে সরকার নিজেদের বাকশালী চরিত্র প্রকাশ করেছে। এই রায় জামায়াতে ইসলামীর প্রতি সুস্পষ্ট অবিচার। আমরা এই রায়কে প্রত্যাখ্যান করে অবিলম্বে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’