টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১৭:৩৬ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ১৭:৩৯ পিএম
প্রবা ফটো
টাঙ্গাইলে লাইনচ্যুত রংপুর এক্সপ্রেস ট্রেনটির ক্ষতিগ্রস্ত বগির উদ্ধারকাজ শেষে প্রায় ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করতে আসে। এ সময় উদ্ধারকারী রিলিফ ট্রেনটির ক্রেন বিকল হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়। পরে ম্যানুয়ালিভাবে লাইনচ্যুত ট্রেনটির চাকাসহ বগিটি রেললাইনে উঠানো হয়। ওই বগিটি রেলওয়ে শ্রমিকরা ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার নিয়ে যাওয়ার পর সেটি ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। এরপর দুপুর দেড়টায় রংপুর এক্সপ্রেস ট্রেনটির অন্যান্য বগিগুলো সরিয়ে নেওয়া হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর পৌন ৫টার দিকে সদরের বেতর এলাকায় পৌছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী ছিল। দুপুর দুইটার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। টাঙ্গাইল রেল স্টেশনের আগবেতর তারাবাড়ি এলাকায় ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে ঢাকাগামী একতা এক্সপ্রেস, সেতুর পশ্চিমে সিরাজগঞ্জ এক্সপ্রেস ও জামতৈল স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ছাড়াও মির্জাপুরের মহেড়ায় উত্তরবঙ্গগামী ধুমকেতু এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেস মির্জাপুর স্টেশনে আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। উদ্ধার কার্যক্রম শেষে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। আটকে থাকা ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যে রওনা হয়েছে।
টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর পৌন ৫টার দিকে সদরের বেতর এলাকায় পৌঁছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী ছিল। দুপুর দুইটার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলের বগি লাইনচ্যুতর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মোহাম্মদ আলী বলেন, ‘১৬টি বগির মধ্যে ১টি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। প্রাথমিকভাবে এটাকে নাশকতা মনে হচ্ছে না। রেলের উদ্ধারকারীদের প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়েছে।’
এর আগে ভোর পৌনে পাঁচটার দিকে ১টি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।