× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলেকে নিয়ে হোসেনপুরে কর্মচারীর বাড়িতে সৌদি নাগরিক

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১৩:২৪ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ১৩:৩০ পিএম

হোসেনপুরের কর্মচারীর বাড়িতে এসেছেন সৌদি নাগরিক সামিম আহমেদ হলিবি। প্রবা ফটো

হোসেনপুরের কর্মচারীর বাড়িতে এসেছেন সৌদি নাগরিক সামিম আহমেদ হলিবি। প্রবা ফটো

সৌদি আরবের নাগরিক সামিম আহমেদ হলিবির বাড়িতে কাজ করেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামের তিন ভাই খাইরুল ইসলাম, আব্দুল হামিদ ও সারোয়ার হোসেন সাহিদ। সেখানে কাজ করার সুবাদে হলিবি পরিবারের সদস্যদের মন জয় করে নিয়েছেন তারা। এ সম্পর্কের টানে ছেলে আব্দুল লিল হলিবিকে সঙ্গে নিয়ে বাংলাদেশে বেড়াতে এসেছেন তাদের মালিক আহাম্মদ হলিবি।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১০টায় তারা তিন দিনের সফরে হেলিকপ্টার যোগে কিশোরগঞ্জের হোসেনপুর পৌঁছান। তারা দুইজন সৌদি আরবের দাম্মামের আল হাসার খালিদীয়া এলাকার অধিবাসী। আর তিন ভাই হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। 

সরেজমিন দেখা গেছে, সৌদি আরবের দুই নাগরিককে দেখতে এলাকায় ভিড় করছেন শিশু, নারী, পুরুষসহ বিভিন্ন বয়সি মানুষ। 

সৌদি মালিক সামিম আহমেদ হলিবিকে দেখতে স্থানীয়দের ভিড়

জানা যায়, খাইরুল ২০ বছর আর ছোট দুই ভাই হামিদ ও সারোয়ার সাত বছর আগে সৌদি আরবে যান। সৌদি আরবের দাম্মাম শহরের আল হাসার খালিদিয়া এলাকার শামীম আহাম্মদ হলিবির পরিবারের কৃষিকাজ করেন খাইরুল ও হামিদ। সারোয়ার গাড়িচালক হিসেবে কর্মরত। সেখানে কাজ করার সুবাদে মালিকদের সঙ্গে তাদের তিন ভাইয়ের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানে আজ বাংলাদেশে আসেন সৌদি নাগরিক আহাম্মদ হলিবি ও তার ছেলে আব্দুল লিল হলিবি।

আব্দুল হামিদ এক সপ্তাহ আগে দেশে এসেছেন। মালিক ও ছেলের সঙ্গে দেশে এসেছেন খাইরুল। সৌদিতে রয়ে গেছেন সারোয়ার। মঙ্গলবার ভোরে দেশে এলে বিমানবন্দর থেকে হামিদ তাদের বরণ করেন। পরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে হোসেনপুর সদরের ঢেঁকিয়া খেলার মাঠে আসেন। সেখান থেকে মাইক্রোবাসে করে তারা সাহেবের চর নয়াপাড়া এলাকায় যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা