ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ১১:২১ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ১১:৩২ এএম
ভোলার লালমোহন থানা। প্রবা ফটো
ভোলার লালমোহনে বোমা তৈরির সময় বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতাবাজারসংলগ্ন আজাহার মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মনির বয়াতি। তিনি ধলীগৌরনগর ইউনিয়নের বাতিরখাল এলাকার বাসিন্দা। আহত একজন হলেন ফিরোজ ও অন্যজনের পরিচয় জানা যায়নি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জনতাবাজারসংলগ্ন আজাহার মাঝির বাড়িতে সোমবার রাত ৩টার দিকে মনির বয়াতি ও ফিরোজ বোমা তৈরির সময় তা বিস্ফোরণ ঘটে। এতে মনির বয়াতি, ফিরোজসহ আরও একজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোলা জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে মনির বয়াতি মারা যান। আহত দুই যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে। এ ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।