× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শামীম ওসমানকে হত্যার হুমকির অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ০০:৩৫ এএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ১১:১৩ এএম

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। ফাইল ফটো

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। ফাইল ফটো

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে মুঠোফোনে অচেনা নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। সোমবার (২০ নভেম্বর) বিকালে পঞ্চবটি থেকে পাগলা পর্যন্ত ফতুল্লা অঞ্চলের নেতাকর্মীদের নিয়ে শান্তি মিছিলের আগে তিনি এ কথা বলেন। শামীম ওসমান বলেন, ‘গতকাল রাতে আননোন (অপরিচিত) নম্বর থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে। আমি ধরার পর আমাকে বলে, তোর মৃত্যুর সময় চলে এসেছে।’ শামীম ওসমান বলেন, ‘কাদের ভয় দেখান? আমরা ’৭৫-এর পর যারা রাজনীতিতে এসেছি তারা মৃত্যুকে ভয় করি না।’

হরতাল সম্পর্কে তিনি বলেন, ‘আমার পঞ্চবটি পর্যন্ত আসতে এক ঘণ্টর মতো লাগল—এত জ্যাম! মানুষ হরতাল মানছে না। মানুষ হরতাল মানবে না। আমরা মাঠে নেমেছি এবং নির্বাচন পর্যন্ত মাঠে থাকব। জয় আমাদের সুনিশ্চিত। ৭ তারিখে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জাতির পিতার কন্যা শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। ওরা আমাদের মানচিত্রে থাবা দিয়েছে। তবে শেখ হাসিনা হিমালয়ের মতো শক্ত। কোনোভাবেই তিনি মাথা নত করবেন না। সামনে অনেক আঘাত আসবে। আপনারা প্রস্তুত থাকবেন। ২০০১ সালে ওরা ক্ষমতায় এসে আমাদের বহু নেতাকর্মী হত্যা করেছে। আমার বাপদাদার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল। আমরা প্রতিশোধ নিইনি। আল্লাহর কাছে বিচার দিয়েছি। সেজন্যই এত দিন শেখ হাসিনা ক্ষমতায়।’

তিনি উন্নয়নের তথ্য তুলে ধরে বলেন, ‘নারায়ণগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে। লিংক রোড প্রশস্ত হচ্ছে। এই পুরাতন সড়কও ১৪০ ফিট চওড়া হচ্ছে। এখানে ফ্লাইওভার হবে। নাগিনা জোহা সড়ক হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশেই আইটি ইনস্টিটিউট, পলিটেকনিক ইনস্টিটিউট হবে। শুধু ফতুল্লাতেই আমরা ৬০০ কোটি টাকার কাজ করেছি। আমরা মানুষকে ভালোবাসি। শেখ হাসিনা আমাদের ভালোবাসতে শিখিয়েছেন।’

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু প্রমুখ শামীম ওসমানের সঙ্গে ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা