গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ২২:৫৫ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ২৩:০৮ পিএম
ছবি : সংগৃহীত
গাজীপুরের জয়বেদপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার প্রধান সাক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মো. মিলন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরোজামারু গ্রামের বাসিন্দা।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার প্রধান সাক্ষী মিলনের স্ত্রী নুরনাহার বলেন, ‘মামলার সাক্ষী হওয়ার পর থেকেই আমার স্বামীকে বিভিন্ন ভয়-ভীতিসহ হত্যার হুমকি দিয়ে আসছে আসামিপক্ষের লোকজন। গত দুই দিন ধরে মামলার তদন্ত কর্মকর্তা ফোন দিয়ে আমার স্বামীকে দেখা করতে বলেন। পরে শুক্রবার সকালে থানায় গেলে তাকে ধর্ষণের মামলায় আসামি হিসাবে কারাগারে পাঠিয়ে দেয় পুলিশ।’
মামলার তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘মামলায় গ্রেপ্তার হওয়া আসামিরা আদালতের ১৬৪ ধারায় মামলার প্রধান স্বাক্ষী মিলনকে গণধর্ষণের ঘটনায় জড়িত বলে জবানবন্দি দেয়। এ কারণেই সাক্ষী মিলনকে ওই মামলার আসামি করে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
ওসি মাহাতাব উদ্দিন বলেন, ‘গত ২৫ আগস্ট গাজীপুর সদর উপজেলায় এক প্রতিবন্ধী নারী গণধর্ষণের মামলা হওয়ার পর চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিদের আদালতে পাঠালে আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার সময় মামলার প্রধান সাক্ষী মিলনকে তাদের সহযোগিতা করেন বলে স্বীকারোক্তি দেয়। পরে এ মামলায় স্বাক্ষী মিলন জড়িত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।’