রাজশাহী অফিস
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ২২:১৪ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ২২:১৪ পিএম
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ দিয়েছেন রাজশাহী জেলা বারের এক আইনজীবী।
এমপি ডা. মনসুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক হিসেবে অবসরে যান। হাসপাতালের ফরেনসিক বিভাগের দায়িত্বেও ছিলেন দীর্ঘদিন। তিনি একজন চিকিৎসক নেতা।
ঢাকায় দুদকের কেন্দীর কার্যালয়ে করা অভিযোগে আইনজীবী কবিরুল ইসলাম সূর্য উল্লেখ করেছেন, এমপি মনসুর রহমান বিগত পাঁচ বছরে এলাকার উন্নয়নের নামে কোটি কোটি টাকা আয় করেছেন। টাকা সংরক্ষণে বাড়ির উত্তর-দক্ষিণ ওয়ালে গোপনে অবৈধ বাঙ্কার (সিন্দুক) গড়ে তুলেছেন। এসব টাকা আসন্ন সংসদ নির্বাচনে ব্যয় করা তার উদ্দেশ্য।
এ বিষয়ে এমপি মনসুর রহমান বলেন, ‘সামনেই নির্বাচন, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি কুচক্রী মহল এসব ভিত্তিহীন অভিযোগ করেছে। আমার বাড়িতে টাকা রাখার কোনো সিন্দুক বা বাঙ্কার নেই। আমি প্রকল্পের নামে টাকা লুটপাট করিনি। নিয়োগ ও প্রকল্পের নামে টাকা নয়ছয় হয়েছে বলেও আমার জানা নেই।’
প্রসঙ্গত, এই আসনে (রাজশাহী-৫) এবার মনোনয়ন চাইবেন সাবেক এমপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। গত সংসদীয় আসনে ডাক্তার মনসুর দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হওয়ার পর থেকে দারা ও মনসুরপন্থিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।