রাজশাহী অফিস
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ২২:০৮ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ২২:০৮ পিএম
সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। ছবি : সংগৃহীত
প্রতীক বরাদ্দের আগে বিধিনিষেধ অমান্য করে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারের অভিযোগ এনে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছেন রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা।
চিঠিতে বলা হয়, রাজশাহীর তানোর উপজেলার একটি ইউনিয়নের গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সব মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার সময় পরিবর্তন করে মতবিনিময় সভা করেন এমপি ওমর ফারুক চৌধুরী। সভায় সরকারের বিভিন্ন ভাতাভোগীর পাশাপাশি ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ডাকা হয়। এ সময় এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নৌকার পক্ষে ভোট চান তিনি। অনুষ্ঠানটি এমপির নিজের ফেসবুক আইডি থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারও করা হয়।
এ বিষয়ে কথা বলতে এমপি ফারুক চৌধুরীর ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।
রাজশাহী জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, তফসিল অনুসারে, ১৮ ডিসেম্বর প্রতীক বরদ্দের আগে নির্বাচনী প্রচারের সুযোগ নেই। তিনি (এমপি ফারুক চৌধুরী) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। বিষয়টি উল্লেখ করে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছি।