মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ২০:০৬ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ২১:০৩ পিএম
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে নৌকা থেকে পড়ে নিখোঁজ মাঝির মরদেহ ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে বৌলাই নদীর আটপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগের দিন রাত ৯টার দিকে নয়ানগর-আতপাশা নদীর মোহনায় ডুইয়ার বিলের প্রবেশপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নৌকার মাঝি নাম রইছউদ্দিন মিয়া। তিনি ইটনা উপজেলার নয়ানগর নতুনহাটি এলাকার মৃত মালেক মিয়ার ছেলে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, উপজেলার আতপাশা নদীর খেয়াঘাটের মাঝি রইছউদ্দিন বৃহস্পতিবার রাতে নৌকায় করে বাড়ি ফিরছিলেন। নয়ানগর ও আতপাশা নদীর মোহনায় ডুইয়ার বিলে প্রবেশপথে মাছ ধরার বাঁধের সঙ্গে ধাক্কা লাগে তার নৌকা। এ সময় তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান। তার চিৎকার শুনে এগিয়ে আসে অন্য নৌকার লোকজন। তারা এসে আশপাশের কোথাও রইছ মিয়ার সন্ধান পায়নি। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবু জাফর গিফারী বলেন, ‘আজ দুপুর ২টার দিকে রইছউদ্দিনের মরদেহ বৌলাই নদীর আটপাড়া এলাকা থেকে ডুবুরি টিম উদ্ধার করে। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
মরদেহ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুর্শেদুজ্জামান।