ঘূর্ণিঝড় মিধিলি
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ১৯:০৭ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ১৯:৩২ পিএম
নিহত আব্দুল ওহাব। প্রবা ফটো
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ঘূর্ণিঝড় মিধিলির দমকা হাওয়ায় গাছের ডাল পড়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর এসেছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকালে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল ওহাব। তিনি ওই এলাকার হানিফ মাস্টারের বাড়ির বাসিন্দা।
মগধরা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য জাহেদ সারোয়ার শিমুল প্রতিদিনের বাংলাদেশকে জানান, আসরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে একটি গাছের ডাল ভেঙে আব্দুল ওহাবের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘূর্ণিঝড় মিধিলির ক্ষয়ক্ষতির ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ’সন্দ্বীপে এক বৃদ্ধের মৃত্যু ছাড়া এখন পর্যন্ত আর কোনো ক্ষয়ক্ষতির তথ্য আমাদের কাছে নেই। সন্দ্বীপে প্রচণ্ড বাতাস হচ্ছে। আমরা খোঁজখবর নিচ্ছি। অন্যান্য এলাকার অবস্থা স্বাভাবিক আছে।’