মিধিলির প্রভাব
হোমনা (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ১৮:৩৮ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ১৮:৪২ পিএম
টানাবৃষ্টিতে অধিকাংশ ফসলের ক্ষেতে পানি জমেছে। প্রবা ফটো
কুমিল্লার হোমনা উপজেলায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে টানাবৃষ্টিতে অধিকাংশ ফসলের ক্ষেতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে মরিচ, পেঁয়াজ, রসুন, আলু, সরিষা, ধনিয়া পাতা ও শাকসবজি ক্ষেতে পানি জমে নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুর থেকে বেলা ৪টা পর্যন্ত ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টি হয়েছে। তাতেই পানি জমেছে জমিতে।
কৃষকরা জানিয়েছেন, কয়েক দিন আগেই এসব জমিতে তারা বীজ বপন করেছেন। পানি জমে এখন সব নষ্ট হয়ে যাবে।
উপজেলার ঘারমোড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কৃষক মো. মিটু মিয়া বলেন, ‘কিস্তির টাকা তুলে ক্ষেতে বীজ ফেলেছিলাম। এখন ক্ষেতের সব ফসল নষ্ট হবে। কী করব, এত বৃষ্টি হলে বীজ টিকবে কীভাবে? আমার সব টাকা পানিতে গেল।’