× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোরেলগঞ্জে ঘূর্নিঝড়ের প্রভাবে ১৫ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন, ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ১৮:১৫ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ১৮:৩৯ পিএম

মোরেলগঞ্জে উপজেলার বিভিন্ন এলাকার জমিতে পানি জমে আমনের গাছ হেলে পড়েছে। প্রবা ফটো

মোরেলগঞ্জে উপজেলার বিভিন্ন এলাকার জমিতে পানি জমে আমনের গাছ হেলে পড়েছে। প্রবা ফটো

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির দমকা হাওয়ায় বিভিন্ন স্থানে গাছ পড়ে উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে ১৫ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে আমন ধানের জমিতে বৃষ্টির পানি জমে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ২টা ৪০ মিনিট থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই উপজেলায়।

বাগেরহাট পল্লীবিদ্যুৎ সমিতির মোরেলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি ম্যানেজার ওয়াদুদ খন্দকার বলেন, ‘বাগেরহাট গ্রিড থেকে ৩৩ কেভি বিদ্যুৎ সংযোগে ফতেপুর এলাকার একটি টাওয়ার হেলে পড়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের তারের ওপর গাছ ভেঙে পড়ে এ সমস্যার সৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয় নিরূপণ করা হচ্ছে। আজ সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ সংযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

অন্যদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ঘূর্নিঝড়ের বৃষ্টিতে আমন ধানের জমিতে পানি জমে ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে দাবি করছেন সাধারণ কৃষকরা। 

উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী বলেন, ‘ঝড়ের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টির কারণে ফসলি জমিতে পানি জমে গেছে। এ পানি অপসারণের জন্য ইতোমধ্যে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। স্লুইস গেটগুলো খুলে দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। দুয়েক দিনের মধ্যে পানি নেমে গেলে কৃষকদের ক্ষতির সম্ভাবনা নেই। বেশি সময় ধরে পানি থাকলে ফসল পচে নষ্ট হয়ে যাবে। চলতি বছর এ উপজেলায় ২৬ হাজার ৩৯৫ হেক্টর জমিতে আমন ফসল উৎপাদন হয়েছে।’  

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম তারেক সুলতান বলেন, ‘ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবের বিষয়ে ইতোমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা করা হয়েছে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় ৯টি এনজিওকে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে। মানুষের আশ্রয়ের জন্য ৮৬টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা