বগুড়া অফিস
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ১৭:৩৮ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩ ২২:১০ পিএম
বাজারে নতুন আলু বিক্রি করছেন এক ব্যবসায়ী। প্রবা ফটো
বগুড়ার বাজারে উঠেছে নতুন আলু। নবান্ন উপলক্ষে আগাম জাতের এই আলু বাজারে উঠেছে। অল্প পরিমাণ আলু দেখা গেলেও দাম হাঁকা হচ্ছে আকাশছোঁয়া।
শুক্রবার (১৭ নভেম্বর) বগুড়া শহরের ফতেহ আলী, রাজাবাজারে নতুন আলু বিক্রি হয়েছে ১৬০ থেকে ২০০ টাকা কেজি। আবার কেউ কেউ ২৪০ টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি করছে।
সনাতন ধর্মালম্বীদের পঞ্জিকা অনুযায়ী শনিবার (১৮ নভেম্বর) নবান্ন উৎসব। এ উপলক্ষে জামাইসহ আত্মীয়স্বজনদের আপ্যায়ন করা হয়। খাদ্যতালিকায় মাছসহ নতুন আলু থাকে। আর এ কারণেই বাজারে নতুন আলুর চাহিদা বেড়ে যায়। ব্যবসায়ীরা নবান্ন উৎসবকে সামনে রেখে বাজারে নতুন আলু নিয়ে আসেন।
শুক্রবার বগুড়ার বৃহৎ পাইকারি বাজার রাজাবাজার ও ফতেহ আলী বাজারে দেখা গেছে, কয়েকজন ব্যবসায়ী নতুন আলু বিক্রি করছেন। প্রতি কেজি ছোট আকারের ১৬০ টাকা এবং বড় আকারের ২০০ থেকে ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
আলু ব্যবসায়ী সবুজ বলেন, ‘শুক্রবার প্রথমবারের মতো বাজারে নতুন আলু এসেছে। এটি আগাম জাতের আলু। নীলফামারী এলাকা থেকে এই আলু আমি সংগ্রহ করেছি।’
নবান্নের বাজার করতে আসা নির্মল পাল বলেন, ‘ধর্মীয় আচার অনুযায়ী পঞ্জিকামতে পহেলা অগ্রহায়ণ নবান্ন উৎসব পালন হয়ে থাকে। এদিন নতুন শাকসবজি, ফলমূল সবকিছু দিয়ে এ অনুষ্ঠান করতে হয়। দাম যতই বেশি হোক আর কম হোক, শাকসবজি কিনতে হয়। নতুন আলু কিনেছি ২৪০ টাকা কেজিতে।’
রাজাবাজার আড়তদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রতিবছরই নবান্ন উৎসবের সময় বাজারে নতুন আলু আসে। এবারও তার ব্যতিক্রম নয়। শুধু সনাতন ধর্মালম্বীরা নয়, সবাই নতুন আলু কিনে থাকে।’