সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ১৭:২৩ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ১৭:৪২ পিএম
প্রবা ফটো
নারায়ণগঞ্জে অবরোধের সমর্থনে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করায় ২১ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এর আগে বিক্ষোভ মিছিল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৭ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান। এর আগের দিন বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এসআই) শংকর দাস বাদী হয়ে মামলাটি করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- এ কে এমন নুরুল্লাহ, মাইনুদ্দিন, আব্দুস সাত্তার, শামীম আহমেদ, মোহাম্মদ আফাজ উদ্দিন, মোহাম্মদ মমিন, আনোয়ার হোসেন, বেলায়েত, মোহাম্মদ আ. কাশেম, মো. জামান, মো. হাসান, মো. হাবিবুর রহমান, মো. সোহেল রানা, মো. মোতাসিম মামুন, মো. মামুন ও রুবেল রানা।
মামলার বাকী আসামিরা হলেন- নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামের সদস্য জয়নাল আবেদীন ফারুক, সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের সাবেক সভাপতি মাওলানা বশীর উল্ল্যাহ, সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতে ইসলামের আমির মাওলানা জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হুজাইফা ও সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের রোকন ইঞ্জিনিয়ার আব্দুল বাকি।
জামায়াতের সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। নবনির্মিত নাগিনা জোহা সড়কের পাঠানটুলি এলাকায় মিছিল শেষ হয়। এ সময় যুবলীগ ও ছাত্রলীগ জামায়াতের নেতকর্মীদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মামলায় এজহারে উল্লেখ করা হয়, ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ১৩টি বাঁশের লাঠি, ৪টি লোহার রড, একটি আগুনে পোড়া গোলাকার টায়ার, কয়েক টুকরা বাসের ভাঙা গ্লাসের অংশ জব্দ করা হয়েছে।
পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান বলেন, ‘অবরোধের সমর্থনে মিছিলের পর নাশকতার প্রস্তুতির সময় মোট ১৬ জন জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।’