কক্সবাজার অফিস
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ০৮:৪৯ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩ ১১:১৯ এএম
মাটির দেয়াল ধসে এক পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। প্রবা ফটো
কক্সবাজারের টেকনাফে অব্যাহত বর্ষণে ঘরের মাটির দেয়াল ধসে এক পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মরিচ্যাঘোনা ফকিরাঘোনা এলাকার মৃত ঠান্ডামিয়ার ছেলে ফকির মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম , ছেলে শাহিদুল মোস্তফা , মেয়ে নিলুফা ইয়াছমিন ও সাদিয়া।
স্থানীয় বরাতে রাশেদ মাহমুদ আলী জানান, বৃহস্পতিবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় ঘরের মাটির দেয়াল ধসে চাপা পড়ে এক পরিবারের চারজন মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয়রা চাপাপড়া মাটি সরিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন।
ঘটনার ব্যাপারে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।