অভয়নগর (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ২২:৪১ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ২২:৪২ পিএম
বৃহস্পতিবার নওয়াপাড়া বাজারে শান্তি সমাবেশে বক্তব্য রাখছেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। প্রবা ফটো
বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার অভয়নগরে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল।
তিনি বলেন, অবরোধে দোকান-পাট খোলা থাকার পাশাপাশি যানবাহন চলাচলও স্বাভাবিক ছিল। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবসময় সতর্ক অবস্থায় ছিলেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অভয়নগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশের আগে নেতাকর্মীরা উপজেলার নওয়াপাড়া বাজারের নূরবাগ, স্টেশন বাজার, রেল স্টেশন ও বাসস্ট্যান্ড এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অবরোধ বিরোধী বিক্ষোভ করে।
এদিকে অবরোধ চলাকালীন অভয়নগর থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে প্রতিদিনের মতো ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। এছাড়া ঘাট গোডাউন থেকে সার, সিমেন্ট, গম ও অন্যান্য পণ্য খালাস হয়েছে। ভৈরব নদে জাহাজ থেকেও পণ্য খালাস হয়েছে।
অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াত কর্মীদের কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভয়নগরে শান্তি বজায় রাখতে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন ছিল।