বগুড়া অফিস
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ২২:১৮ পিএম
বগুড়ায় খড় বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রবা ফটো
বগুড়ায় খড় বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৮টায় শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় এ ঘটনা ঘটে। খড় আগুনে পুড়লেও ট্রাকের কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ শহিদুল ইসলাম।
ট্রাক চালক শাহীন ইসলাম বলেন, ‘ট্রাকে করে ১২০ মণ খড় বোঝাই করে দুপচাঁচিয়ার চৌমুহনী এলাকা থেকে পাবনার বেড়ার উদ্দেশ্যে রওনা হই। বনানী মোড়ে পৌঁছালে হঠাৎ দেখি ট্রাকের পিছনে খড়ে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভায়।’
বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘ত্রিশ মিনিটের প্রচেষ্টায় খড়ের আগুন নিয়ন্ত্রণ আসে। তবে ট্রাকের কোন ক্ষতি হয়নি।’