সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ২২:০১ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ২২:২৫ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ২০১৩ থেকে ১৫ সাল পর্যন্ত ৫০০ মানুষকে পুড়িয়ে মেরেছে বিএনপি। আমি ওদের মানুষের কাতারে রাখি না। ওই তিন বছরে তারা ৩ হাজার ৩৬ জনকে আগুনে পুড়িয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে নাসিক ৬নং ওয়ার্ডে থানা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান আরও বলেন, ’১৯৯১ সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আমাদের ওপর কী নির্মম অত্যাচারই না করা করেছে। আমাদের কত যে লোককে তারা হত্যা করল। কত লাশ যে কাঁধে নিলাম, হিসাব নেই। ওরা (বিএনপি) সাপ খেলায় হেরে গেছে। বাংলাদেশের মাটিতে ওদের আর কিছু করার নাই। কিন্তু তারা যা করার চেষ্টা করছে, সেই তথ্য আছে আমার কাছে। জাতির পিতার কন্যা আমার নেত্রী আমার মা শেখ হাসিনা, তার বোন আমরা যাকে ছোট আপা বলি—তাদের কান্না কেউ দেখেনি।’
শামীম ওসমান এ সময় বলেন, ’সাত-আট বছর আগে পদ্মা সেতু নিয়ে খেলা হয়েছিল। তারা বলেছিলে, পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে; সেই দুর্নীতির সঙ্গে জড়িত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা। সেদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ করে বলেছিল, তার দলের লোক দুর্নীতি করে না। তাদের দেওয়া বক্তব্য যে মিথ্যা ও বানোয়াট সেটা আদালতে প্রমাণ হয়েছে। শেখ হাসিনার আত্মসম্মানে যখন আঘাত লেগেছে তখন তিনি বলেছিলেন—তোমাদের আর দরকার নেই, আমরা নিজের টাকা দিয়ে পদ্মা সেতু তৈরি করব। বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে সেটা আটকানোর চেষ্টা করেছে। আজ তা প্রমাণও হয়েছে।’
মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ মহানগর আওয়ামিলীগ সাধারণ সম্পাদক খোকন শাহ্, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, থানা যুবলীগের আহ্বায়ক ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি প্রমুখ।