ইউপিডিএফের বিবৃতি
রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ২১:৫৬ পিএম
চলমান সংঘাতময় পরিস্থিতিতে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দেশকে অনিবার্যভাবে গভীর রাজনৈতিক অস্থিতিশীলতা, অরাজকতা ও মহাবিপর্যয়ের দিকে নিয়ে যাবে বলে আশঙ্কা করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ইউপিডিএফ সভাপতি প্রসিত খীসা বিবৃতিতে এই আশঙ্কার কথা ব্যক্ত করেন।
বিবৃতিতে প্রসিত খীসা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম ও সংখ্যালঘু জাতিসমূহকে বাদ দিয়ে খণ্ডিতভাবে দেশে গণতন্ত্র কায়েম হতে পারে না। দেশে বর্তমান সাংবিধানিক সংকট ও গণতন্ত্রহীনতা এ সত্যতার প্রমাণ দেয়। দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতার মধ্যে সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ, ভয়ভীতিমুক্ত এবং অনুকূল পরিবেশ নেই উল্লেখ করে ইউপিডিএফ নেতা বলেন, ইউপিডিএফসহ পাহাড়িদের রাজনৈতিক দলগুলোর ওপর অবর্ণনীয় রাজনৈতিক দমন-পীড়ন অব্যাহতভাবে চলমান, আনন্দ প্রকাশ চাকমাসহ ইউপিডিএফের নেতাকর্মী কারাগারে অন্তরীণ, সেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কখনোই সম্ভব হতে পারে না। প্রসিত খীসা সব পক্ষকে সর্বোচ্চ সংযম ও রাজনৈতিক বিচক্ষণতা প্রদর্শন করে দেশকে উদ্ধার করার আহ্বান জানান।