চটগ্রাম অফিস
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ২০:৪১ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ২০:৫৩ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রামে নয় বছর বয়সি এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুজনকে পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় পুলিশ। তারা হলেন—৩০ বছর বয়সি মো. মোবারক ও ৩৬ বছর বয়সি মো. মিরাজ।
বুধবার (১৫ নভেম্বর) রাতে নগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিং জামে মসজিদ মার্কেট এলাকা থেকে দুজনকে ধরে মারধর করে জনতা। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘ভিকটিমের পরিবারের অভিযোগ, ২০ অক্টোবর মোবারক এবং ২৫ অক্টোবর মিরাজ মেয়েটিকে একটি ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় বিষয়টি কাউকে না বলার জন্য তাকে টাকাও দেয়। ২৫ অক্টোবর মেয়ের মন খারাপ দেখে তার মা কী হয়েছে জানতে চায়। কিন্তু সে মাকে কিছু বলেনি। পরদিন মেয়েটির চাচাতো ভাই বাসায় গিয়ে মেয়ের মাকে জানায় দাড়িওয়ালা এক লোকের সঙ্গে একটি ভবন থেকে নেমে আসতে দেখেছে সে। এরপর মেয়েকে আবার জিজ্ঞাসাবাদ করলে সে বিস্তারিত জানায়। ওই ঘটনার পর দুজনই পালিয়ে যায়। বুধবার রাতে সল্টগোলা মসজিদ মার্কেট এলাকায় দুজনকে দেখতে পেয়ে স্থানীয় লোকজনদের সহায়তায় তাদের ধরে ফেলেন। এ সময় তারা ধর্ষণচেষ্টার বিষয়টি স্বীকার করে। এরপর তাদের ধরে মারধর করে স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।’
ওসি বলেন, ’ভুক্তভোগী মেয়ের মায়ের দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’