× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর ট্রেনে বিএনপি নেতা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ২০:৩৫ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ২২:৫৩ পিএম

মোবাইল ফোন হাতে প্রধানমন্ত্রীর পাশে বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত মোহাম্মদ আবদুল হামিদ ও আবদুস শুক্কুর। সংগৃহীত ছবি

মোবাইল ফোন হাতে প্রধানমন্ত্রীর পাশে বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত মোহাম্মদ আবদুল হামিদ ও আবদুস শুক্কুর। সংগৃহীত ছবি

‘আমন্ত্রণ পেয়ে’ ট্রেনে করে কক্সবাজার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে যারা রামু গিয়েছিলেন তাদের মধ্যে বিরোধী দলের দুজন থাকায় বঙ্গবন্ধুকন্যার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতারা এই প্রশ্ন তুলে বলছেন, রাজনৈতিক ডামাডোলের এই সময়ে দলের সভাপতির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।  

কক্সবাজারবাসীর অপেক্ষার আবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের উদ্বোধন করেন গত শনিবার। ওইদিন প্রধানমন্ত্রী ঝিনুক আদলে তৈরি আইকনিক রেলস্টেশনে সুধী সমাবেশ শেষে কক্সবাজার থেকে রামু পর্যন্ত যান ট্রেনে করে। এই পথে শেখ হাসিনা ট্রেনে তার সঙ্গে থাকা অন্যদের সঙ্গে কথা বলেন। 

এর পাঁচ দিন পর সামাজিক মাধ্যমে প্রচার হওয়া একটি ছবিকে কেন্দ্র করে কক্সবাজার জেলাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। যে ছবিতে প্রধানমন্ত্রীর নিকটে মোবাইল ফোন হাতে দুই ব্যক্তিকে দেখা গেছে। তাদের মধ্যে মোহাম্মদ আবদুল হামিদ ঈদগাঁও ফরিদ আহমদ কলেজের ক্রীড়া শিক্ষক এবং বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। অন্যজন তার পেছনে হলুদ পোশাকে দাঁড়িয়ে থাকা আবদুস শুক্কুর, যিনি হোটেল মোটেল জোন-কেন্দ্রিক অপরাধ চক্রের সক্রিয় সদস্য এবং যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।

বিএনপির সূত্র বলছে, জেলা বিএনপিসহ রাজনৈতিক নেতাদের কাছে মোহাম্মদ আবদুল হামিদ বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য বর্তমানে শিলংয়ে অবস্থানরত সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের আস্থাভাজন হিসেবে পরিচিত। সালাহ উদ্দিন আহমদ যখন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন তখন তার সঙ্গে সখ্য হয় হামিদের।

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা হামিদ ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ঈদগাঁও উপজেলা বিএনপির সম্পাদকীয় পদে রয়েছেন।

হামিদের সঙ্গে হলুদ পোশাকে দাঁড়িয়ে থাকা আবদুস শুক্কুর যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে জেলা শহরের মিছিল-মিটিংয়ে দেখা যায়। সৈকতে বেসরকারি সংস্থার লাইফ গার্ডকর্মী হিসেবে চাকরি করলেও তার বিরুদ্ধে হোটেল মোটেল জোনে মাদক, অপহরণসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। 

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরের বিষয়ে জানতে হামিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রেলের যাত্রী হওয়া অত্যন্ত গৌরবের। এটা ভিন্ন এক অনুভূতি।’

তিনি কোনোভাবেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নন দাবি করে বলেন, ‘বাংলাদেশ স্কাউটস রোভার কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আমি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছি।’

বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নন বিএনপির কোনো নেতা। তবে নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির এক নেতা বলেছেন, আবদুল হামিদ ঈদগাঁও উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক।

আবদুস শুক্কুর কীভাবে সঙ্গী হলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তার মোবাইলে ফোন করা হলে তিনি সাড়া দেননি। 

প্রধানমন্ত্রীর আশপাশে তাদের দেখে উদ্বেগ প্রকাশ করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুষ্ঠান। কে যাচ্ছে, কে যাবে না তা অনেক যাচাই-বাছাই করে নির্ধারণ করা হয়। এরপরও চিহ্নিত এবং সক্রিয় বিএনপি ও যুবদল নেতারা অনুষ্ঠানে গেলে বিষয়টি নিয়ে সর্তক হওয়া উচিত। প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া উচিত।’

শুক্কুরের বিষয়েও মন্তব্য করতে রাজি হননি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা