রাজশাহী অফিস
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৮:১৭ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১৮:২২ পিএম
গ্রেপ্তার জামায়াত নেতাকে থানায় নিচ্ছে পুলিশ। প্রবা ফটো
রাজশাহী নগরী থেকে মো. রমজান আলী নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিলুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রমজান আলীর বাড়ি কাটাখালী থানার রনহাট এলাকায়। তিনি জামায়াতের মতিহার থানা শাখার নায়েবে আমির।
জামিলুর ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে জিরো পয়েন্টের কাছে ডিউটি করছিল টহল পুলিশ। পুলিশের দিকে তাক করে বারবার মোবাইলে ভিডিও করছিল রমজান। তার গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন তিনি জামায়াতের মতিহার থানা শাখার নায়েবে আমির।
এর আগে গত বুধবার রাতে জামায়াতের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এতে চারজন পুলিশ আহত হয় এবং পুলিশের পিকআপভ্যান ক্ষতিগ্রস্ত হয়।