টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৬:০৫ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১৬:২৬ পিএম
আগুনে ট্রেনের দুইটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া আংশিক পুড়েছে একটি বগি। প্রবা ফটো
টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
পাকশী রেলওয়ে বিভাগীয় মহাব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
বুধবার গভীর রাতে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ।পরিদর্শনের পর তারা ধারণা করছেন, নাশকতার উদ্দেশ্যেই কমিউটার ট্রেনটিতে আগুন দেওয়া হয়েছে।
জানা গেছে, গতকাল রাত পৌনে তিনটার দিকে টাঙ্গাইল স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে ততোক্ষণে ইঞ্জিনের কাছাকাছি দুটি বগি পুরোপুরি এবং একটি বগির আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঘারিন্দা রেলস্টেশনে সিসি ক্যামেরা থাকলেও ট্রেনটির যে বগিগুলোতে আগুন লেগেছে সেই অংশে সিসি ক্যামেরার আওতায় বাইরে ছিল।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিচ মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রাত ৩টার দিকে খবর পেয়ে স্টেশনে ট্রেনের আগুন নেভাই। কমিউটার ট্রেনটি টাঙ্গাইল-ঢাকামুখী অভিমুখে স্টেশনে দাঁড়িয়ে ছিল।’
ঘারিন্দা স্টেশন মাস্টার তরিকুল ইসলাম বলেন, ‘রাতে কে বা কারা ট্রেনে আগুন ধরিয়েছে জানা যায়নি। এতে কমিউটার ট্রেনের দুইটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া আরও একটি বগি আংশিক পুড়েছে। তবে পাশেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থাকলেও সেটিতে আগুন লাগেনি।’
এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘রাত ১২টা থেকে ট্রেনটি স্টেশনেই দাঁড়িয়ে ছিল। নাশকতার উদ্দেশ্যেই কমিউটার ট্রেনটিতে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।। এ ঘটনায় রেলওয়ে পুলিশ মামলা করবে। তারাও এ নিয়ে কাজ করছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে বের করা হবে।’