মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৬:০৪ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১৬:৩০ পিএম
রায় ঘোষণা শেষে তিন আসামিকে কারাগারে নেওয়া হয়। প্রবা ফটো
মানিকগঞ্জে পৃথক দুইটি হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা দায়রা ও জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন মামলা দুটির রায় দেন। আদালত তিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম নূরুল হুদা রুবেল প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উয়াইল এলাকায় বিথী হত্যা মামলায় কফিল, আওলাদ ও দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর আসামি হেলালকে এ মামলা থেকে খালাস দিয়েছে আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, অপরদিকে মানিকগঞ্জের খাগড়কড়ি এলাকার সরস্বতী হত্যা মামলায় রঞ্জিত কুমার মণ্ডলকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। এ সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ মামলার অপর আসামি আতোয়ার হোসেন ওরফে আতাইকে খালাস প্রদান করা হয়েছে।