সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৫:৫৯ পিএম
বৃহস্পতিবার শান্তিগঞ্জের পাগলা বাজারে আনন্দ মিছিলের পূর্বে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রবা ফটো
নির্বাচনী প্রক্রিয়ায় বিএনপি স্বস্তিবোধ করে না বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, বিএনপি তফসিল প্রত্যাখ্যান করবে, তা আগেই বলেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে তাড়িয়ে তারা অন্যভাবে ক্ষমতায় আসতে চায়। নির্বাচনী প্রক্রিয়ায় বিএনপি অস্বস্তি নতুন কোনো বিষয় নয়। নির্বাচন অবশ্যই সময় মতো হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সুনামগঞ্জের শান্তিগঞ্জের পাগলা বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের পূর্বে তিনি এসব কথা বলেন।
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এই মিছিলের আয়োজন করে।
এম এ মান্নান বলেন, আমি ভাটি এলাকার মানুষ। আমার অগ্রাধিকার মানুষের জন্য কাজ করা। সড়ক, সেতু, স্কুল, কলেজ, হাসপাতাল এগুলো আমাদের প্রয়োজন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তফসিলকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবেন- এমন মন্তব্যের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, এতো দূর যাওয়ার দরকার কী, পাশেই তো বুড়িগঙ্গা আছে। কাগজ ভাসাবার জন্য তো বঙ্গোপসাগর লাগে না। এক টুকরো কাগজ বাড়ির পুকুরেও ফেলা যায়, এগুলো কথার কথা।
সংলাপের কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষষটি আমি বুঝতে পারছি না। আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী। আমার দলের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী, সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্যরা আছেন তারা নির্ধারণ করবেন।
তিনি বলেন, দলে কোন্দল, গ্রুপিং থাকতে পারে। নির্বাচনী হাওয়া শুরু হয়ে গেছে, মনোনয়ন ঘোষণাও হয়ে যাবে। মনোনয়ন ঘোষণার পর এমনভাবে জোয়ার আসবে তখন গ্রুপিং কোন্দল ভেসে যাবে।
দল বিবেচনা করলে তিনি নির্বাচন করবেন বলেও জানান।