ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৫:০৫ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১৫:৫৬ পিএম
ফেনী জেলা যুবদলের সিনিয়র সদস্য ও সদর উপজেলার সাবেক আহ্বায়ক আতিকুল ইসলাম মামুন। প্রবা ফটো
ফেনী জেলা যুবদলের সিনিয়র সদস্য ও সদর উপজেলার সাবেক আহ্বায়ক আতিকুল ইসলাম মামুন কারাগারে থেকেও ককটেল বিস্ফোরণ মামলার আসামি হয়েছেন।
জানা গেছে, ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যাওয়ার সময় গ্রেপ্তার হন ফেনী জেলা যুবদলের সিনিয়র সদস্য ও সদর উপজেলার সাবেক আহ্বায়ক আতিকুল ইসলাম মামুন। তিনি ফেনী জেলা কারাগারে রয়েছেন। এর পাঁচদিন পর ৩১ অক্টোবর ফেনী শহরের ইসলামপুর রোডে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলায় তাকে আসামি করা হয়েছে।
বুৃধবার (১৫ নভেম্বর) কারাগারে থাকা অবস্থায় মামুন কীভাবে বিস্ফোরণ মামলার আসামি হলেন এমন প্রশ্ন করলে জবাবে মামলার বাদী ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, কোন মামলায় কে আসামি এটা সাংবাদিকদের জানার প্রয়োজন নেই।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ অক্টোবর বাসে তল্লাশি চালিয়ে ফেনী জেলা যুবদলের চার নেতাকে আটক করে পুলিশ। এদের মধ্যে আতিকুল ইসলাম মামুনও ছিলেন। এরপর ৩১ অক্টোবর শহরের ইসলামপুর রোডে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা। পুলিশ এগিয়ে গেলে তাদের দিকে ইটপাটকেল ছোঁড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পরের দিন ১ নভেম্বর ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজুর রহমান বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এদের মধ্যে ১৯ নম্বরে আতিকুল ইসলাম মামুনের নাম রয়েছে।