মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৪:৪৫ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১৫:৩৮ পিএম
১২ কেজি ওজনের বোয়াল মাছ। প্রবা ফটো
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের বোয়াল মাছ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার পদ্মা নদীর হরিণাঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বিষয়টি নিশ্চিত করে বলেন, হরিরামপুরে পদ্মা নদীতে মাঝে মাঝে বড় মাছ বিশেষ করে বোয়াল, আইড়, পাঙাস, রুই, কাতল মাছ ধরা পড়ে। আজ একটি বোয়াল ধরা পরেছে বলে শুনেছি।
পাটগ্রাম গ্রামের বাসিন্দা ও জেলে আলম মিয়া বলেন, হরিণাঘাট থেকে একটু ভেতরে পদ্মায় জাল ফেলি। ভোর ৫টার দিকে ইলিশের জাল তুলতেই বুঝতে পারি বড় কোনো মাছ জালে আটকা পড়েছে। অবশেষে টেনে নৌকায় তুলতেই দেখতে পাই বড় একটি বোয়াল মাছ। মাছটি বিক্রির জন্য হরিণাঘাটে নিয়ে আসলে পাটগ্রাম গ্রামের আমির হোসেনসহ পাঁচজন বোয়ালটি ১৫ হাজার টাকায় কিনে নেন।
পাটগ্রাম গ্রামের কৃষক আমির বেপারি বলেন, ১২ কেজির বোয়াল মাছটি সরাসরি জেলের কাছ থেকে আমরা পাঁচজন কৃষক ১৫ হাজার টাকায় কিনে নিয়েছি। মাছটি হরিণাঘাটে পানিতে বাশের খুঁটির সঙ্গে বেঁধে রাখলে উৎসুক জনতা অনেকে দেখতে ভিড় করেন।