মধুখালী (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৪:২৮ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১৫:০৭ পিএম
প্রতীকী ছবি
ফরিদপুরে মধুখালীতে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঢাকা-মাগুরা মহাসড়কের কামারখালী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আব্বাস আলী। তিনি মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের সামসুল হকের ছেলে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসালাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি খালি ট্রাক কামারখালী ব্রিজের ওপর মাগুরা থেকে আসা একটি ইজিবাইকে চাপা দেয়। এতে চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ট্রাক ও নিহতের মরদেহ কানাইপুর করিমপুর হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান ওসি।