চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৩:৪১ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১৪:০৪ পিএম
ক্ষতিগ্রস্ত ট্রাকটি। সকালে তোলা। প্রবা ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কয়েকটি গাড়ি ভাঙচুর ও ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বিভিন্ন যানে থাকা অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (১৫ নভেম্বর) চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের মহামায়া ও হাজীগঞ্জ বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁদপুর পুলিশ সুপার সুদীপ্ত রায় প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে তফসিল ঘোষণার পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে দুর্বৃত্তরা কয়েকটি গাড়ি ভাঙচুর ও একটি মাছবাহী ট্রাকে আগুন দেয়। এ সময় বিভিন্ন যানবাহনে থাকা কমপক্ষে ২০ জন যাত্রী ও গাড়ির চালক আহত হয়েছেন।
সুদীপ্ত রায় বলেন, ‘দুর্বৃত্তরা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ, কাভার্ড ভ্যান, জরুরি ওষুধ সরবরাহের গাড়ি এবং একটি মাছবাহী ট্রাকে আগুন দিয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।’