বগুড়া অফিস
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১২:৩০ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১২:৫৯ পিএম
প্রবা ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বগুড়ায় হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে বগুড়া শহরের সাতমাথায় হরতাল ব্যানারে সড়কে মিছিল করে তারা।
এ সময় দিলরুবা নুরু, আমিনুল ফরিদ ও সাইফুল ইসলাম পল্টু উপস্থিত ছিলেন।
তারা জানান, ইসির একতরফা ও প্রহসনের নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বগুড়াসহ সারা দেশে হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।