বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১২:২৩ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১২:৫৮ পিএম
বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে গেছে। প্রবা ফটো
বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে আহম্মদ রশিদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বান্দরবান-কেরানীহাট সড়কের টিটিসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহম্মদ রশিদ বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কালাঘাটা এলাকার বাসিন্দা। আহতরা হলেন, মো. জয়নাল ও আবুল হাশেম তারা ওই একই এলাকার বাসিন্দা।
বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার সাইদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বান্দরবান-কেরানীহাট সড়কের রেইছা নীল পাহাড় হোটেলের কাছে মৃত্তিকা অফিসের বাউন্ডারির পাশে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা তিনজনের মধ্যে দুজন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক আহম্মদ রশিদকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বান্দরবান সদর থানার ওসি আবদুল জলিল বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’