জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১২:১৩ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১২:৫৬ পিএম
প্রবা ফটো
জয়পুরহাটে পাথরবাহী একটি ট্রাক ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের সদর উপজেলার পুরানাপৈল এলাকায় এ ঘটনা ঘটে।
জয়পুরহাট থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে পাথরবোঝাই একটি ট্রাক নওগাঁ যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে পুরানাপৈল রেলগেট এলাকায় পৌঁছালে চালক ট্রাকের গতি কমিয়ে দেন। এ সময় ১২-১৩ জন লোক এসে ট্রাকে ইটপাটকেল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ট্রাকের চালক ও স্থানীয় লোকজন পাশের খাল থেকে পানি এনে আগুন নেভান।
এসআই নাজমুল ইসলাম বলেন, ‘ভোরের দিকে দুর্বৃত্তরা পাথরবোঝাই ট্রাকে আগুন দিয়ে পালিয়ে গেছে। এতে ট্রাকের কেবিনের গ্লাস ও চাকা সামান্য ক্ষতি হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের আটকের চেষ্টা চলছে।’