শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ০৯:৫২ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১০:৫১ এএম
বাসটির অধিকাংশ পুড়ে গেছে। প্রবা ফটো
গাজীপুরের শ্রীপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা তাকওয়া পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে বিষযটি নিশ্চিত করেছেন।
বাসচালক মাসুম মিয়া জানান, যাত্রী না থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার সড়কে বাস দাঁড় করিয়ে রেখে তিনি ও হেলপার একটি হোটেলে খাবার খেতে যান। এর কিছুক্ষণ পর বাসটিতে আগুন জ্বলতে দেখেন তারা। তারা দৌড়ে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভান। ততক্ষণে বাসটির অধিকাংশ পুড়ে গেছে।
এসআই মামুনুর রশিদ বলেন, ‘জৈনাবাজারে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’