টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ০৯:১২ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১০:৪৮ এএম
বুধবার রাতে টাঙ্গাইলে কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রবা ফটো
টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার (১৬ নভেম্বর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম যায়। সেখানে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে ট্রেনটির দুটি বগির অধিকাংশ পুড়ে যায়। কমিউটার ট্রেনটি টাঙ্গাইল টু ঢাকা অভিমুখে স্টেশনে দাঁড়িয়ে ছিল। পুলিশ জানিয়েছে, রাত ৩টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ট্রেন টাঙ্গাইল স্টেশন ত্যাগ করার পর আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত তদন্ত শেষে জানা যাবে।
স্টেশনসূত্রে জানা গেছে, রেলস্টেশনে সিসি ক্যামেরা থাকলেও ট্রেনটির যে বগিগুলোয় আগুন লেগেছে সেই অংশ সিসি ক্যামেরার আওতার বাইরে ছিল।
ঘারিন্দা স্টেশন মাস্টার তরিকুল ইসলাম বলেন, রাতে কে বা কারা ট্রেনে আগুন দিয়েছে তা জানা যায়নি। আগুনে ট্রেনটির দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া আরও একটি বগি আংশিক পুড়েছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ট্রেনটির পাশে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ছিল। তবে আগুনে সেটা কোনো ক্ষতিগ্রস্ত হয়নি।