কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ২২:৩৪ পিএম
বিএনপি-জামায়াত জোটের নেতৃত্বে কে আসবে, কে প্রধান হবে- প্রশ্ন রেখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘তাদের (বিএনপি) দলের সভানেত্রী খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন, এখন অসুস্থ হয়ে আছেন। তার ছেলে তত্ত্বাবধায়ক সরকারের সময় মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন। সাত সমুদ্র দূর থেকে নির্দেশনা দিয়ে নাশকতা করে ভালো কিছু করতে পারবেন না। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’
বুধবার (১৫ নভেম্বর) বিকালে কালিয়াকৈর উপজেলার হিজলহাঁটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, ‘আপনারা যারা সরকারি সুবিধাভোগী ভাতা পান, বিএনপি ক্ষমতায় এলে আপনাদের ভাতা বন্ধ করে দেবে। আর শেখ হাসিনা সরকার পুনরায় নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ভাতা বৃদ্ধি করা হবে। এ ছাড়া অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হবে।’
আটআবহ ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শাকিল মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিকদার মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর আলী খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, যুগ্ম সাধারণ রফিকুল ইসলাম তুষার, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম প্রমুখ।