সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ২২:৪২ পিএম
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। প্রবা ফটো
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এলে দীর্ঘদিনের অবহেলিত সদরপুর হবে মডেল উপজেলা। তাই সকল চক্রান্তকে উপেক্ষা করে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে সদরপুর উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী সরকার তথা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে দেশে এত উন্নয়ন হচ্ছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই। আগামীতে শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করলে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহসান মাহমুদ রাসেল। ইমারত হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, জেলা পরিষদ সদস্য এখলাস ফকির প্রমুখ।