কমলনগর-রামগতি (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ২০:৫০ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ২১:০০ পিএম
ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। বিএনপি নেতারা বলছেন, ঘরছাড়া নেতাকর্মীর সংখ্যা প্রায় ১৫ হাজার। নেতাকর্মীদের না পেয়ে তাদের ভাই, ছেলেসহ আত্মীয়স্বজনদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
বিএনপি নেতারা জানান, ২৮ অক্টোবরের পর থেকে বেড়েছে পুলিশের অভিযান। রামগতি ও কমলনগর থানায় শতাধিক মামলা রয়েছে বিএনপি নেতাকর্মীদের নামে। কিছু মামলা নিষ্পত্তি হওয়ায় বর্তমানে প্রায় ৫০ থেকে ৬০টির মতো মামলা চলমান। এসব মামলার আসামির সংখ্যা ১৫ হাজারের মতো।
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন বলে জানান বিএনপি নেতারা।
বিএনপির চারজন নেতার ভাষ্য, গত সপ্তাহ থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। পুলিশের সঙ্গে আছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও। পুলিশ ও সরকার দলের নেতারা বলছে, আমরা নাশকতা করছি।
কমলনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ দিদার হোসেন বলেন, ’উপজেলায় ৫০টির মতো মামলায় ৫ হাজারেরও বেশি আসামি। বর্তমানে আমাদের ৩০ জনের মতো নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।’
তিনি আরও বলেন, ’প্রতিনিয়ত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘরে পুলিশি হয়রানি করা হচ্ছে। পুলিশ মারমুখী অবস্থানে থাকায় নেতাকর্মীরা ঘরছাড়া।’
বিএনপি নেতাদের অভিযোগের বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ’পুলিশ নিরপরাধ কাউকে হয়রানি করছে না। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, শুধু তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।’
রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দীন বলেন, ’রামগতিতে পুলিশ বিএনপির নেতাকর্মীদের হুমকি দিচ্ছে, তাদের আটক করে মিথ্যা মামলা দিচ্ছে। বাড়িতে গিয়ে তাদের না পেলে বাবা, ভাই, স্বজনদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ’রামগতিতে বিএনপির প্রায় ১০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ মিথ্যা মামলা দিয়েছে। যার কারণে নেতাকর্মীরা ঘরবাড়িতে থাকতে পারছেন না। এখন পর্যন্ত আমাদের শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।’
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, ’বিএনপি নেতাদের অভিযোগ সঠিক নয়। আমরা শুধু নাশকতার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’