চার বছর পূর্তিতে মেয়রের দাবি
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ২০:১০ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ২০:৩৯ পিএম
এক সুধী সমাবেশে নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাস। প্রবা ফটো
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় গত চার বছরে প্রায় ১০০ কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে বলে দাবি করেছেন পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে তার কার্যালয়ে দায়িত্ব নেওয়ার চার বছর পূর্তিতে এক সুধী সমাবেশে তিনি এ দাবি করেন।
বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত বর্ণনা দিয়ে তিনি বলেন, ’২০১৯ সালের ১৪ নভেম্বর মেয়রের দায়িত্ব নেওয়ার পরই করোনা শুরু হয়। এরপর একটানা দুই বছরেরও বেশি সময় আমাকে করোনা মোকাবিলা করতে হয়েছে।
’তবে গত দুই বছরে পৌর এলাকার সর্বত্র রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়নসহ বর্জ্য অপসারণে সবচেয়ে উল্লেখযোগ্য কাজ করা হয়েছে। বিশেষ করে, বিভিন্ন ওয়ার্ডে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন, বিশাল ডাম্পিং স্টেশন স্থাপন, পৌর এলাকার ৮ কিলোমিটার সড়কে দুইশর বেশি সড়কবাতি (এলইডি) স্থাপনসহ অসংখ্য আর্সেনিকমুক্ত টিউবওয়েল ও টয়লেট নির্মাণ করা হয়েছে।’
মতবিনিময়কালে নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, হিসাবরক্ষণ কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর আওয়ামী লীগ নেতা সাবেক জিএস খায়রুল আমীন, নবীনগর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি ভট্টাচার্য প্রমুখসহ কাউন্সিলর ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।