× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দায়িত্ব নিয়ে মসজিদের বিলে সই করলেন মেয়র খায়ের আবদুল্লাহ

বরিশাল অফিস

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ১৮:৩০ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ১৮:৫৭ পিএম

বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দায়িত্ব গ্রহন করেন। প্রবা ফটো

বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দায়িত্ব গ্রহন করেন। প্রবা ফটো

বরিশাল সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে একটি মসজিদের বকেয়া বিলে সই করেছেন আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টায় নগর ভবনে নিজ দপ্তরে দায়িত্ব গ্রহণের পর মসজিদের বিলে সই করার মাধ্যমে আনুষ্ঠানিক কর্মযজ্ঞ শুরু করলেন তিনি।

মেয়রের একান্ত সহকারী মো. রুবেল হাওলাদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মেয়র দায়িত্ব গ্রহম করে নিয়ম অনুযায়ী অফিস করেছেন। এ সময় নতুন মেয়র নগরের বাংলাবাজার এলাকার একটি মসজিদের বকেয়া বিলে সই করেছেন। 

বরিশাল সিটি করপোরেশনের কর নির্ধারক বেলায়েত হাসান বাবলু বলেন, নতুন মেয়র বাংলা বাজার মসজিদের ৫০ হাজার টাকার বকেয়া বিলে সই করেছেন। এর মাধ্যমে যাত্রা শুরু হয়েছে বরিশাল সিটি করপোরেশনের পঞ্চম পরিষদের। 

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার জানান, দায়িত্ব গ্রহনের কাগজপত্রে সই করার পরপরই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে নতুন মেয়রকে মিষ্টি মুখ করান পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। এ সময় মেয়রপত্নী লুনা আব্দুল্লাহও স্বামীকে মিষ্টি মুখ করান। 

এদিকে নতুন মেয়রের আগমনে সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ছিলো নগর ভবন ও তার আশপাশের এলাকা। শুরুতে লাল গালিচায় সংবর্ধনার পাশাপাশি ফুলেল শুভেচ্ছাও জানান তারা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা