× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল সিটি মেয়রের দায়িত্ব গ্রহণ

নবযাত্রায় খায়ের আব্দুল্লাহ, বললেন জবাবদিহি নিশ্চিত করবেন

বরিশাল অফিস

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ১৬:৩৬ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ১৭:৪২ পিএম

বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণ করেছেন নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। মঙ্গলবার দুপুরে নগর ভবনের সামনে ফজলুল হক অ্যাভিনিউ এলাকা। ছবি : জুয়েল রানা

বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণ করেছেন নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। মঙ্গলবার দুপুরে নগর ভবনের সামনে ফজলুল হক অ্যাভিনিউ এলাকা। ছবি : জুয়েল রানা

বরিশাল সিটি করপোরেশনের ৩০০ কোটি টাকা দেনার ভার নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। নতুন যাত্রার শুরুতেই তিনি জানিয়ে দিয়েছেন, সামনের দিনে বরিশাল সিটি করপোরেশনের কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করা হবে। অতীতের ভুলে বরিশাল সিটির অবকাঠামো ভেঙে পড়লেও নগরবাসীকে হতাশ হওয়া যাবে না। ভবিষ্যতে বরিশাল সিটিতে থাকবে না কোনো বৈষম্য ও হিংসাত্মক আচরণ। এটিকে গড়ে তোলা হবে উন্মুক্ত সিটি করপোরেশন হিসেবে।

সিটি মেয়র ও কাউন্সিলরদের অভিষেক উপলক্ষে মঙ্গলবার (১৪ নভেম্বর) নগর ভবনের সামনে ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় অনুষ্ঠানের আয়োজন হয়। এদিন দুপুরে নতুন মেয়র খায়ের আব্দুল্লাহর হাতে দায়িত্ব তুলে দেন বরিশাল সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মাসুমা আক্তার। নগরীর ৩০টি ওয়ার্ডের আওয়ামী লীগ নেতারাসহ সাধারণ মানুষ এ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ, সংরক্ষিত সংসদ সদস্য রুবিনা মীরা, ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক খন্দকার আনোয়ার হোসেন, সাবেক সচিব সিরাজউদ্দীন আহমেদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাফিজ মল্লিক। বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস প্রমুখ। 

অভিষেক অনুষ্ঠানে সদ্যসাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী আটজন সাধারণ কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার। 

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশ এগিয়ে গেছে। কিন্তু বিগত বছরে বরিশাল অবহেলিত ছিল। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় পিছিয়ে ছিল বরিশাল। বরিশালবাসী শান্তিপূর্ণ পরিবেশে উন্নয়ন চায়। বরিশালবাসীর আশা-আকাঙ্ক্ষা প্রধানমন্ত্রী বুঝতে পেরে খোকন সেরনিয়াবাতকে মেয়র প্রার্থী করেছেন। বরিশালবাসী বিপুল ভোটে তাকে জয়ী করেছেন। কারণ, বরিশালবাসী মাথা উঁচু করে থাকবে।’

তিনি বলেন, ‘স্থানীয় এমপি হিসেবে আমি সব সময় তার (খায়ের আব্দুল্লাহ) পাশে থাকব। নিজের জীবন বিপন্ন করে হলেও তাকে সহায়তা করব। প্রধানমন্ত্রী চান বরিশালের উন্নয়ন। তাই নতুন মেয়র খোকন সেরনিয়াবাতকে ৭৯৭ কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। আরও ৮০ কোটি টাকা অনুদান দিয়েছেন। প্রধানমন্ত্রী চান নতুন মেয়রের মাধ্যমে বরিশাল এগিয়ে যাবে। খ্যাতি লাভ করবে।’

নগরবাসীর উদ্দেশে মেয়র আবুল খায়ের বলেন, ‘বরিশালবাসী যে মহান দায়িত্ব অর্পণ করেছে, তা সঠিকভাবে পালন করব। দুঃখজনক হলেও সত্যি, বরিশাল সিটির অবকাঠামো ভেঙে পড়েছে। হতাশ হলে চলবে না। নিরাশ হবেন না। এর উত্তরণ হবে। জবাবদিহিতার মাধ্যমে সিটি করপোরেশন পরিচালনা করা হবে। এখানে বৈষম্য-হিংসাত্মক আচরণ থাকবে না।’

এ সময় তিনি জানান, বরিশাল সিটি করপোরেশনের ৩০০ কোটি টাকা দেনা রয়েছে। মাত্র ১২ কোটি পেয়েছি। 

প্রধানমন্ত্রী অনুদান দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেয়র বলেন, ‘জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য তার সুযোগ্যকন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলছেন। তার নেতৃত্বে সমস্ত বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে শামিল হলেও বরিশালে সে অর্থে কোনো উন্নয়ন হয়নি। অথচ আশপাশে তার উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান। সারা দেশের মানুষ আজ পদ্মা ও পায়রা সেতুর সুফল ভোগ করছে। শুধু বরিশালবাসী এ থেকে সার্বিকভাবে বঞ্চিত রয়েছে। আমি কথা দিচ্ছি, এই সুফল পেতে যা যা করণীয় সবকিছু করব।’

খায়ের আব্দুল্লাহ বলেন, ‘আমি আপনাদের নিশ্চিত করতে চাই, বরিশাল সিটি করপোরেশন হবে একটি উন্মুক্ত সিটি করপোরেশন। সিনিয়র সিটিজেনদের সেবা নিশ্চিত করা হবে এখানে। বাণিজ্যিক সব সুযোগ-সুবিধা আমরা গড়ে তুলব। যে পবিত্র দায়িত্বভার আমি গ্রহণ করলাম, তা সততা ও পবিত্রতার সঙ্গে পালন করার প্রতিশ্রুতি দিচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা