মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ১৬:২০ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ১৬:২৪ পিএম
প্রবাসীর বাড়ি থেকে মা ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো
কিশোরগঞ্জের হোসেনপুরে এক সৌদি প্রবাসীর স্ত্রী ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের নিজ ঘরের দুটি বিছানা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- তাছলিমা আক্তার এবং তার দুই মেয়ে মোহনা ও বন্যা। নিহত তাছলিমা আক্তার বাসুরচর গ্রামের সৌদি প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী। মোহনা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি এবং বন্যা প্রথম শ্রেণির শিক্ষার্থী।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নিহতের স্বামী মঞ্জিল মিয়া সৌদি প্রবাসী বলে জানতে পেরেছি। সিআইডি, পিবিআই ও গোয়েন্দা পুলিশ এ বিষয়ে কাজ করছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চলছে।’
পুলিশ সুপার বলেন, ‘২০১৭ সাল থেকে মঞ্জিল মিয়া সৌদি আরবে রয়েছেন। আমরা প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরেছি, এর মধ্যে তিনি দেশে আসেননি। তাসলিমা একাই বাড়িতে বাচ্চাদের নিয়ে বাস করতেন। তাই সব দিক বিবেচনা করে কীভাবে এ ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ‘দরজা ভেতর থেকে বন্ধ ছিল না। মোহনার বান্ধবী তাকে খুঁজতে এসে দরজা ধাক্কা দিলে ঘটনাটি সামনে আসে। তবে তাদের মৃত্যুর বিষয়টি আমাদের কাছে স্বাভাবিক মনে হয়নি। আবার এটি হত্যাকাণ্ড না সুইসাইড এটি বলার মতো আলামত এখনো পাওয়া যায়নি।’